হোম > জাতীয়

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

দেশব্যাপী চলমান সহিংসতা, সন্ত্রাস এবং অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এসব অভিযানে মোট ৩৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ এই অভিযানে অংশ নেয়। আজ বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অপহরণকারী, অবৈধ দখলদার, ডাকাত, টিসিবির পণ্য আত্মসাৎকারী, ভেজাল খাদ্যদ্রব্য ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকাসক্ত, রিক্রুটমেন্ট দালাল ও মব ভায়োলেন্সে যুক্ত ব্যক্তিরা ধরা পড়ে।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭০টি বিভিন্ন ধরনের গুলি, ১১টি ককটেল বোমা, বিপুল মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ অর্থ। অভিযানের সময় অনেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ দখলদারদের উচ্ছেদেও সেনাবাহিনীর সহায়তায় বেসামরিক প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

হত্যা মামলায় দীপঙ্কর রিমান্ডে, কাজী জাফরউল্লাহ আরেক মামলায় গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনা ইসি সচিবের কানে আসেনি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পুনর্বাসন ফ্ল্যাটে অনিয়ম: কাদের ও ১৩ সাবেক সচিবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা