হোম > জাতীয়

নৌ মন্ত্রণালয়ের চিঠিতে রকেট হামলার দায় ‘রাশিয়ার’, পররাষ্ট্রসচিব বলছেন, ‘প্রমাণ নেই’

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার দায় ‘রাশিয়ার’ বলে মন্তব্য করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে। তবে পররাষ্ট্রসচিব বলছেন, এ হামলা রাশিয়াই চালিয়েছে, এমন কোনো প্রমাণ নেই। 

রকেট হামলার শিকার বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এমভি বাংলার সমৃদ্ধি জাহাজকে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া এক চিঠিতে এ ধরনের মন্তব্য করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে এ চিঠি পাঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চিঠিতে বাংলার সমৃদ্ধি-তে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়। 

চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ, ইউক্রেনের যে বন্দরে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। 

রাশিয়ার হামলার বিষয়টি চিঠিতে উল্লেখ করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ ধরনের কথা চিঠিতে উল্লেখ করা ঠিক হয়নি। কারণ, এখনো নিশ্চিত নই যে, হামলার জন্য দায়ী কারা।’ 

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া হামলা করেছে, এ রকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যুদ্ধের কুয়াশার মধ্যে অনেক ধরনের গোলাগুলি হয়। রাশিয়া বলছে যে তারা এটি করেনি, তবে কে করেছে তা বের করার চেষ্টা করছে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করে করতে হয়। এ জাহাজ যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে। 

এদিকে বাংলাদেশি নাবিকের নিহতের ঘটনায় শোক জানিয়েছে রাশিয়া। ঢাকার রাশিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রকেট হামলার কারণে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙরকৃত অবস্থায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। 

শোকবার্তায় বলা হয়, ‘হাদিসুর রহমানের নিকটজনদের প্রতি আমরা গভীর শোক জানাই। রাশিয়া বন্দর থেকে জাহাজটি নিরাপদে বের হওয়ার সকল প্রচেষ্টা নিশ্চিত করেছে।’ 

রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, পেছনে সরে যাওয়ার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি ছুড়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে নাগরিকদের ঢাল বানিয়ে তাদের জিম্মি করে। ইউক্রেনে বিশেষ সামরিক অপারেশনের কারণে বেসামরিক নাগরিকদের সেখান থেকে বের করাসহ মানবিক বিষয়াদি নিষ্পত্তিতে রাশিয়া হটলাইন চালু করেছে। 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেন ইস্যুতে আন্তমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলার সমৃদ্ধিকে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটি আমাদের লক্ষ্য। একজন যিনি মারা গিয়েছেন, তার লাশটির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির