হোম > জাতীয়

নূরুল হুদাকে হেনস্তা: জামিন পেলেন স্বেচ্ছাসেবক দলের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গত রোববার হেনস্তা করা হয়। ছবি: সংগৃহীত

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে জামিন দেওয়া হয়েছে।

এ মামলায় আত্মসমর্পণ করা প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুমকেও জামিন দেওয়া হয়।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই তিন আসামিকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বাইরে বের করে আনেন। এরপর তাঁকে জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে আঘাত করা হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা-পুলিশের পরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ, উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল ও উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

গত সোমবার রাতে মো. হানিফকে সেনাবাহিনী আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।

মামলার আসামি মোজাম্মেল হক ঢালী ও মো. কাইয়ুম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তিনজনকে জামিন দেন।

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উত্তেজনা, ‘অসৎ উদ্দেশ্য’ বলল চীন

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন