হোম > জাতীয়

নূরুল হুদাকে হেনস্তা: জামিন পেলেন স্বেচ্ছাসেবক দলের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গত রোববার হেনস্তা করা হয়। ছবি: সংগৃহীত

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে জামিন দেওয়া হয়েছে।

এ মামলায় আত্মসমর্পণ করা প্রধান আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুমকেও জামিন দেওয়া হয়।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই তিন আসামিকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাঁকে বাইরে বের করে আনেন। এরপর তাঁকে জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে আঘাত করা হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা-পুলিশের পরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ঢালী, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ, উত্তরা পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, তুরাগ থানা সেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল ও উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

গত সোমবার রাতে মো. হানিফকে সেনাবাহিনী আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁকে পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।

মামলার আসামি মোজাম্মেল হক ঢালী ও মো. কাইয়ুম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তিনজনকে জামিন দেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন