হোম > জাতীয়

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা তৎপর থাকেন।

ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা দিয়ে আসছে। বন্যা–ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও মানবসেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রয়েছে। দেশের বড় বড় দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা।'

অনুষ্ঠানে মোট ২২ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যবহার হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি পরিদর্শন করেন।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা