হোম > জাতীয়

নগদ বিহীন লেনদেনে গেলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের ৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাঁরা নগদ টাকার বিনিময়ে লেনদেন করে। এই নগদ টাকার কারণেই দেশে দুর্নীতি ও লুটপাট বাড়ছে। কিন্তু আমরা নগদ বিহীন লেনদেনে চলে গেলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভবিষৎ বাংলাদেশ হবে ক্যাশলেস।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চ্যুয়ালি প্রবাসীদের ৫ সেকেন্ডের মধ্যে টাকা পাঠানোর ‘ব্লেজ’ নামে একটি রেমিট্যান্স সুবিধা উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৩৫টি ব্যাংক এই ব্লেজ সুবিধা চালু করবে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে। 

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ বলেন, ১০ বছর পর কেমন বাংলাদেশ হবে সেটাই আমাদের ভিশন। এর লক্ষ্য নিয়ে আমরা প্রবেশ করব ক্যাশলেস সমাজে। প্রবাসীরা দেশে টাকা পাঠালে স্বজনদের হাতে টাকা যেতে দুই-তিন দিন সময় লাগে। এ ছাড়া পড়তে হয় নানাবিধ সমস্যায়। সে জন্যই এই ব্লেজ সার্ভিসের উদ্বোধন করা হলো। ব্যাংক চালুর অপেক্ষা না করেই পাঁচ সেকেন্ডের মধ্যে স্বজনরা টাকা পেয়ে যাবে।

প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা বলেন, সরকারি সকল ভাতা এখন ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। এর ফলে গ্রামে টাকা বিতরণে চুরির সুযোগ বন্ধ করে দিয়েছি। গত করোনা মহামারির মধ্যে বিশ্বের ধনী দেশগুলো করোনার মধ্যে দেশ পরিচালনায় ব্যর্থ হলেও আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছি। 

ডিজিটাল সুবিধা না থাকার কারণেই তাঁদের স্কুল-কলেজগুলো বন্ধ হয়ে গেছে। করোনা শুরুর পরই থেকেই ডিজিটাল সুবিধা সকল সরকারি দপ্তর এবং মন্ত্রণালয়ে চালু হতে থাকে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্স চালুর পাশাপাশি চিকিৎসা সেবাও প্রদান করা হয়। ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিয়েছি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু