হোম > জাতীয়

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দিতে ১২ মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে ২৫ মার্চ অর্থ সচিবকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়াসংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশসহ নির্দেশক্রমে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে।

এদিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার বিষয়ে যে সুপারিশ নির্দেশনাসহ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাতে সচিবালয়ের বাইরের কর্মকর্তা–কর্মচারীরা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির প্রাক্কালে এ ধরনের চিঠি ইস্যু করাও দুরভিসন্ধিমূলক। সবার অগোচরে এ কাজ বাস্তবায়ন করার সুপ্ত বাসনা থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে বলে আমরা মনে করি।’

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পে-স্কেল ইতিমধ্যে ১০ বছর অতিক্রম করেছে। কর্মচারীদের বর্তমানে জীবনধারণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, এই বাস্তবতায় কর্মচারীরা যেখানে পে-স্কেল ও মহার্ঘ ভাতার জন্য মাঠে আন্দোলনরত, তখন একটি বিশেষ গোষ্ঠীকে এ ধরনের সুবিধা দেওয়া বিদ্যমান বৈষম্যকে আরও বাড়াবে। সেই সঙ্গে আমাদের পে–স্কেল ও মহার্ঘ ভাতার দাবিকে বাধাগ্রস্ত করবে। শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্যস্ফীতি বাড়েনি, প্রজাতন্ত্রের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের বর্তমান বাজারব্যবস্থায় মাসের বেতন দিয়ে ১৫ দিনের বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আরও খবর পড়ুন:

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল