বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সারা বাংলাদেশ খুলেছে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কেন? বিচারকাজ বন্ধ থাকবে কেন? আগামী রোববার থেকে বিচারকাজ চালুর অনুরোধ জানাচ্ছি। তবে উভয় বিভাগের বিতর্কিত, অতিরিক্ত আওয়ামী লীগ, রাজনৈতিকভাবে বিচার যারা করেছেন তাদের বাদ দিতে হবে।’
বার সভাপতি বলেন, ‘বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে। এটা পচিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার। ছাত্ররা দাবি করছে, তারা অনেকের নাম বলেছে, আমি নামগুলো বললাম না। তবে ছাত্রদের দাবির সঙ্গে একমত।’ এ সময় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে অসুস্থ বানিয়ে যারা বিদেশে রেখে পদত্যাগ করিয়েছে এবং দেশত্যাগে বাধ্য করেছেন তাদের বিচারও দাবি করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, ‘গত ১৬ বছরে অনেক বিচারপতি শপথ অনুযায়ী বিচর করেননি। তাঁরা এখানে রাজনীতি করেছেন। তাঁরা অতি উৎসাহী হয়ে রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অনেকে দুর্নীতি করেছেন। যারা রাজনৈতিকভাবে বিচার করেছেন, কোর্টে বসে রাজনীতি করেছেন—তাদের অনুরোধ করব, আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না করলে আমরা তাদের নাম বলে দেব।
এদিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন মাহবুব উদ্দিন খোকন। এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল ও তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।