পদ্মা সেতু সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
পদ্মা সেতু নির্মাণে বিদেশি অনুদান ব্যবহার করা হয়েছে এবং সেতুটি চীনের বহুমুখী আন্তর্জাতিক আন্তসংযোগ প্রকল্প ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের’ অংশ দাবি করে একটি মহলের প্রচারণার পরই বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই নির্মাণকাজে বিদেশি কোনো অনুদান ও ঋণ নেওয়া হয়নি। দেশীয় অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু বিদেশি সংস্থাকে সরকার নির্মাণকাজে নিয়োজিত ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন: