জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। দুই আসামিকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আসামিদের এক সপ্তাহের মধ্যে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। তারা হাজির না হলে পলাতক দেখিয়ে বিচারের রাস্তায় অগ্রসর হতে হবে।’