হোম > জাতীয়

টিকার অগ্রাধিকার তালিকায় আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মিজানুর রহমান।

চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেছেন, কোভিড-১৯ মহামারিতে আইন পেশায় নিয়োজিত আইনজীবীরা সংক্রমণের ঝুঁকি নিয়ে আইন সেবা ও পরামর্শ কার্যক্রম চালু রেখেছেন। নিরবচ্ছিন্ন আইন সেবা কার্যক্রম চালু রাখতে সব আইনজীবীকে টিকাদানের আওতায় আনা আবশ্যক।

তিনি জানান, যেসব আইনজীবী এখনো সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করেননি অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের জন্য তাঁদের রেজিস্ট্রেশন করা প্রয়োজন। রেজিস্ট্রেশনের আগে তাঁদের সুরক্ষা সিস্টেমে হোয়াইট লিস্টিং করা আবশ্যক। 

এ জন্য বার কাউন্সিলের রেজিস্টার্ড আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত তথ্য নির্দিষ্ট একটি এক্সেল ফরম্যাটে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বার কাউন্সিলের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩০ জুন করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় বার কাউন্সিলের তালিকাভুক্ত সব আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনার পর স্বাস্থ্য অধিদপ্তর আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন