হোম > জাতীয়

টিকার অগ্রাধিকার তালিকায় আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মিজানুর রহমান।

চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেছেন, কোভিড-১৯ মহামারিতে আইন পেশায় নিয়োজিত আইনজীবীরা সংক্রমণের ঝুঁকি নিয়ে আইন সেবা ও পরামর্শ কার্যক্রম চালু রেখেছেন। নিরবচ্ছিন্ন আইন সেবা কার্যক্রম চালু রাখতে সব আইনজীবীকে টিকাদানের আওতায় আনা আবশ্যক।

তিনি জানান, যেসব আইনজীবী এখনো সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করেননি অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের জন্য তাঁদের রেজিস্ট্রেশন করা প্রয়োজন। রেজিস্ট্রেশনের আগে তাঁদের সুরক্ষা সিস্টেমে হোয়াইট লিস্টিং করা আবশ্যক। 

এ জন্য বার কাউন্সিলের রেজিস্টার্ড আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত তথ্য নির্দিষ্ট একটি এক্সেল ফরম্যাটে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বার কাউন্সিলের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩০ জুন করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় বার কাউন্সিলের তালিকাভুক্ত সব আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনার পর স্বাস্থ্য অধিদপ্তর আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর