দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ১২৪টি ভোটকেন্দ্রের ৭০৬টি ভোটকক্ষে ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স।
গত ৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে কমিশন।