হোম > জাতীয়

প্রার্থীর মৃত্যুতে স্থগিত নওগাঁ-২ আসনে ভোট হবে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ১২৪টি ভোটকেন্দ্রের ৭০৬টি ভোটকক্ষে ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। 

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স। 

এ ছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‍্যাবের ৪টি টিম ও ৮ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে ৮ জন নির্বাহী ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। 

গত ৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে কমিশন।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল