হোম > জাতীয়

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস প্রতিরোধী সিনোফার্ম টিকার আরও ২ লাখ ডোজ দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বিমান অবতরণ করে।

রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসেছে এসব টিকা। সংস্থাটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। 

এই নিয়ে বিভিন্ন দেশের উপহার, কেনা ও কোভ্যাক্সের অনুদান মিলে এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা হাতে পেল বাংলাদেশ। 

দেশের ৮০ ভাগের বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। সে অনুযায়ী ২৭ কোটির বেশি টিকা প্রয়োজন। হাতে পাওয়া টিকার চার ভাগই সিনোফার্মের। এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা পাওয়া গেছে। চলতি মাসে অন্তত তিন কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

গত রোববার পর্যন্ত দেওয়া হয়েছে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা। ফলে নতুন করে আসা টিকাসহ মজুত আছে ১ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। এ ছাড়া আজকের দিন পর্যন্ত সারা দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন নারী-পুরুষ। 

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রথম ডোজ নেওয়া ৮২ লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা আগামী বৃহস্পতিবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার