হোম > জাতীয়

ভারত-পাকিস্তান সংঘাত

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সব ইউনিট ও থানাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার পুলিশের অপারেশন শাখা থেকে পুলিশের সব ইউনিট, জেলা ও থানায় এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতকারী যেন উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো হামলা, আক্রমণ বা ভাঙচুর যেন না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা অবনতি রোধে উসকানিমূলক আচরণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।

এ ছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল