হোম > জাতীয়

ভারত-পাকিস্তান সংঘাত

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সব ইউনিট ও থানাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার পুলিশের অপারেশন শাখা থেকে পুলিশের সব ইউনিট, জেলা ও থানায় এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতকারী যেন উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো হামলা, আক্রমণ বা ভাঙচুর যেন না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা অবনতি রোধে উসকানিমূলক আচরণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।

এ ছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়