হোম > জাতীয়

গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার পর মুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। 

শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়। 

আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। 

তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়। 

ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১