হোম > জাতীয়

গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার পর মুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। 

শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়। 

আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। 

তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়। 

ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন