হোম > জাতীয়

৬ হাজার ৮৮ কোটি টাকার তেল-গ্যাস আমদানি করা হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'

পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন