হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিল ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই অভ্যুত্থানে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।

এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন