বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্য
২২:৩০
শপথ নিয়েই আহতদের দেখতে ঢামেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই অসহযোগ আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ আরও কয়েকজন উপদেষ্টা আহত রোগীদের দেখতে যান।
এ সময় ড. ইউনূসের সঙ্গে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ও ফরিদা আখতারকে দেখা যায়।
এর আগে রাত সোয়া ৯টায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।
২২:২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাতে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাঁর শপথ নেওয়ার পর টুইট করেন নরেন্দ্র মোদি।
সর্বত্র সব অপরাধীর বিচার হবে, প্রধান উপদেষ্টার শপথ নিয়ে ড. ইউনূস
মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্ব ক্ষেত্রে সব অপরাধীর বিচার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষবাষ্প যে ছড়াবে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে।
তিনি বলেন, প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।
২১:৩০
শপথ নিল ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টাসহ ১৪ জন আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরো ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।এর আগে রাষ্ট্রপতি ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ শপথ নিয়েছেন।
এছাড়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও বিশিষ্ট মনোরোগ চিকিৎসক বিধান রঞ্জন রায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, কৃষক-শ্রমিক জনতা লীগসহ রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি; ছিল না আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাও। তবে বিএনপিপন্থী পেশাজীবী নেতারা ছিলেন। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিক ও বিদায়ী সরকারের সচিবেরাও উপস্থিত ছিলেন।
২০:৩০
বঙ্গভবনে প্রবেশ করলেন ড. মুহাম্মদ ইউনূস
বঙ্গভবনে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে এসএসএফের প্রটোকলে তিনি বঙ্গভবনে আসেন।
এসময় জনতা তাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান, স্লোগান দেয়। তাঁর নেতৃত্বে সরকারের সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ রাত ৯টায় বঙ্গভবনে তাঁদের শপথগ্রহণ হবে বলে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা ইসরেফা এমদাদ জানান।
শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে প্রবেশ করছেন।
বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা।
অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তথ্য অধিদপ্তরের কর্মকর্তা ইসরেফা এমদাদ জানান, আজ বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে তাঁদের শপথগ্রহণ হবে।
উপদেষ্টাদের তালিকা, সচিবালয় থেকে যাচ্ছে গাড়ি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে আছেন ১৬ উপদেষ্টা।
তাঁরা হলেন—
১. সালেহ উদ্দিন আহমেদ
২. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. শারমিন মুরশিদ
৮. ফারুক–ই–আজম
৯. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন
১০. সুপ্রদিপ চাকমা
১১. বিধান রঞ্জন রায়
১২. আ ফ ম খালিদ হাসান
১৩. ফরিদা আখতার
১৪. নুরজাহান বেগম
১৫. মো. নাহিদ ইসলাম
১৬. আসিফ মাহমুদ সজীব ভূইয়া
শেখ হাসিনার আশ্রয়ের জন্য যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় ভারত: ইন্ডিয়া টুডে
গণবিক্ষোভের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর দিয়েছে।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি সেখানেই আছেন। স্থায়ীভাবে কোথায় আশ্রয় নেবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে একে একে ভারত ছাড়তে শুরু করেছেন তাঁর সঙ্গীরা ব্যক্তিরা। তাঁরা কোথায় যাচ্ছেন, তা জানা যায়নি।
ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, শেখ হাসিনার সেই সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন। তাদের পরবর্তী গন্তব্য কোথায় এখনও তা স্পষ্ট নয়।
১৫:৫৬
দিগন্ত টিভির সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার
১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশে গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
আজ বৃহস্পতিবার দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১৫:৩৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য সচিবালয়ে প্রস্তুত গাড়ি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে এসব গাড়ি।
ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের চার দিন কার্যত সরকার নেই দেশে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রস্তাবে সম্মতি দেন।
এদিকে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার বলেছেন, এ সরকারের উপদেষ্টা হতে পারে ১৫ জনের মত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথগ্রহণ হবে।
আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ড. ইউনূস, কৃতজ্ঞতা জানালেন তরুণদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রস্তাবিত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে হবে।’
ড. ইউনূস বলেন, ‘আজ গৌরবের দিন। তরুণ সমাজের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যায় সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। দেশে ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে সহিংসতা-হামলা বন্ধ করতে হবে।
১৪:৪৫
এ স্বাধীনতাকে রক্ষা করতেই হবে: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ প্রজন্ম বিপ্লবের মাধ্যেমে স্বাধীনতা এনেছে, সেটাকে রক্ষা করতেই হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একথা বলেন।
১৪:৩০
ঢাকায় ফিরলেন ড. ইউনূস
বাংলাদেশের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরেন তিনি। তাকে বহনকারী ফ্লাইট বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্যসংখ্যার পর যেটি আলোচনা, তা হলো, এ সরকারের মেয়াদ কত দিন হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।
১৪:২০
ড. ইউনূূসকে অভ্যর্থনা
ড. ইউনূূসকে অভ্যর্থনা জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছে জনতা। এরই মধ্যে বিমানবন্দরের ঢুকেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আসিফ মাহমুদ, রিফাত মাহমুদসহ ২৫ জন।
আরও খবর পড়ুন: