হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে আগামীকাল রাত ৮টায়: সেনাপ্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামীকাল রাত ৮টায় এই সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও তিনি জানান।

আজ বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, ‘আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে ড. ইউনূসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনূসকে করার জন্য। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার সময় জানতে চাইলে জবাবে সেনাপ্রধান বলেন, কালকে রাত ৮টার দিকে শপথ হতে পারে।

দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘আপনারা দেখছেন আমাদের সঙ্গে আরও দুই বাহিনীর প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হব।’

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান