হোম > জাতীয়

প্রথম দিনে টিকা পেল ৬৪ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিকের শিশুদের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। আজ বৃহস্পতিবার সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী ৬৪ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, রাজধানীর ২১ টিসহ সারা দেশের ১৮৬টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। দুই সপ্তাহব্যাপী টিকা কার্যক্রমের প্রথম দিনে ৩১ হাজার ৮২৮ জন ছেলে শিশু এবং ৩২ হাজার ৫৩৯ জন মেয়ে শিশুকে টিকা দেওয়া হয়েছে। 

এ নিয়ে দেশে করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৬২ জনে। তবে ৪ কোটি ৩০ লাখ ৮১ হাজার মানুষ বুস্টার ডোজ নিলেও এখনো দ্বিতীয় ডোজের বাইরে ৮৮ লাখ ১৯ হাজারের বেশি টিকা গ্রহীতা। 

গত ১১ আগস্ট পরীক্ষামূলক প্রয়োগের পর আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাঁচ বছরের বেশি শিশুদের টিকাদান। এতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মেলে। প্রতিটি কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছে শিশুরা। দু-একটি কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা দেখা দিলেও টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 

এদিকে, আগামীকাল শুক্রবার সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম। তবে শনিবার যদি স্কুল খোলা থাকে সে ক্ষেত্রে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের ভ্যাকসিন বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দিনে হয়তো কম হবে। কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। কত টিকা আজ দেওয়া হবে সেই লক্ষ্যমাত্রা ছিল না। যত আসবে দেওয়া হবে এটাই পরিকল্পনা ছিল। অভিভাবকেরা যে সচেতনতা দেখিয়েছেন আমরা তাতে মুগ্ধ। আমরা চাই বাচ্চারা সুরক্ষিত থাকুক।’ 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন