হোম > জাতীয়

রাশিয়ার বিপক্ষে ভোট দিতে বিরত থাকায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দিতে বিরত থাকায় বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন এই তথ্য নিশ্চিত করেছেন। লিথুয়ানিয়ার সংবাদমাধ্যম এলআরটি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লিথুয়ানিয়া সরকার বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬ শ ডোজ ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি। 

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া দুই দিনের বেশি বিতর্কের পর, ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন। এতে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু বাংলাদেশসহ ৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত থাকে। এ ছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ ও রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 

জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক বাহিনীকে সতর্ক করার সিদ্ধান্তের নিন্দা জানায়। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে সমর্থন দেয়। 

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন