হোম > জাতীয়

শেখ হাসিনাকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা টনি ব্লেয়ার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে টনি ব্লেয়ার বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্যও আপনাকে অভিনন্দন। এই নির্বাচনের ফলাফলই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব ও আন্তরিকতার গুণে বাংলাদেশ বিগত বছরগুলোতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। 
 
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা চিঠিতে বলেন, ‘বাংলাদেশের সাফল্যের ধারা বহুমুখী। এই সাফল্যের চালিকাশক্তি হলো—শক্তিশালী রপ্তানি খাত, উদীয়মান মধ্যবিত্ত শ্রেণি, তরুণ ও শিক্ষিত জনশক্তি।’ টনি ব্লেয়ার শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন চিঠিতে। 
 
চিঠিতে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার নেপথ্যে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আবারও আপনি নেতৃত্বে আসায় বাংলাদেশ সুশাসনের পথে মাইলফলক স্থাপন করবে।’ চিঠিতে ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণাও দেন। 
 
উল্লেখ্য, গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। 

এ ছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে, জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২ টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির