হোম > জাতীয়

পশ্চিমা নিষেধাজ্ঞায় সাড়া না দেওয়া দেশগুলোতে সহযোগিতা বাড়াবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশসহ এশিয়ার যেসব দেশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি সেসব দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ মস্কোয় এক বিবৃতিতে এ ঘোষণা দেন বলে দেশটির ঢাকাস্থ দূতাবাস আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মূল বিবৃতিটি রুশ ভাষায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস সূত্র। 

বিবৃতিতে চীন ও ভারতের মতো অর্থনৈতিক শক্তি এবং বাংলাদেশ, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইগর মরগুলভ। 

এসব দেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্পর্ক নতুন নয় দাবি করে তিনি বলেছেন, ‘রাশিয়ার বৈদেশিক বাণিজ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সঙ্গে বেড়েই চলেছে এবং ২০১০ সাল থেকে গত ১২ বছরে তা ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে এ অঞ্চলের যেসব দেশ রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেয়নি তাদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ভিত্তি তৈরি হয়েছে।’ 

এসব দেশ রাশিয়া থেকে জ্বালানি, সার, খাদ্য ও প্রকৌশল সামগ্রী নিতে আগ্রহী বলেও উল্লেখ করেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন