দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় এবং বাংলাদেশে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাসংক্রান্ত একটি সমঝোতা সই হয়েছে। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ঢাকাস্থ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুণ চলতি বছরের ২৭ জানুয়ারি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে সাক্ষ্যাৎকালে ২০২১ সালের ৩০ ডিসেম্বর কোরিয়ার মন্ত্রী লিম হেইসুকের সই করা সমঝোতাটি হস্তান্তর করেন। মন্ত্রী ইয়াফেস ওসমানের স্বাক্ষরিত সমঝোতাটি গত বছরের নভেম্বরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোরিয়ায় পাঠানো হয়। মহামারি পরিস্থিতির কারণে উভয় পক্ষই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি।
১৯৯৫ সালের মে মাসে স্বাক্ষরিত দুই সরকারের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি বাস্তবায়নকে শক্তিশালী করার জন্য এমওইউটি করা হয়েছে। এই সমঝোতা একটি যৌথ কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্র ও সহযোগিতার ধরন নির্ধারণ করবে।
সমঝোতা সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত উল্লেখ করেন, এই সমঝোতা দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে আরও উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছে। এই লক্ষ্যে তাঁর প্রতিশ্রুতি ও ইচ্ছা প্রকাশ করেছেন। বৈঠকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।