হোম > জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনীর প্রধান 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী (পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি)। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে আজ সোমবার ঢাকায় আসেন তিনি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনীর প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। এ ছাড়া তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। এ ছাড়া সফরসূচি অনুযায়ী ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

ভারতীয় বিমানবাহিনীর প্রধানের তিন দিনের এই ঢাকা সফর ভারত-বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ