হোম > জাতীয়

মালদ্বীপে বাংলাদেশিদের কর্মী ভিসা দেওয়া বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত জনবলের কোটা পূরণ হওয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে। 

দেশটিতে কতজন বাংলাদেশি কর্মী আছেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে। 

তিনি বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’ 
 
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’ 

কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যাঁরা যাবেন, তাঁরা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’ 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাঁকে সেই কোম্পানিতে কাজ করত হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর