হোম > জাতীয়

ইউরোপের মতো রেলব্যবস্থা গড়ে তুলতে চাই: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেশেও তাদের মতো রেলব্যবস্থা গড়ে তুলতে চান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

সরকারি জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে গেছি। রেলব্যবস্থা আগের মতো আর নেই। শুধু ট্রেন চলবে, আর মালপত্র বহন করবে। উন্নত দেশে ঘুরে মনে হয়েছে, টোটাল একটি অ্যাকটিভিটিস। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা নিয়ে রেল গড়ে উঠছে। কাজেই একমুখী কার্যক্রম এখন আর নেই। উন্নত দেশে এভাবেই আছে।’ 

মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা আমরা ব্যবহার করতে পারছি না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। এতে একদিকে রেলওয়ের আয় বর্ধিত হবে, অন্যদিকে রেলওয়েতেও নতুনত্ব তৈরি হবে। আমরা যে উন্নত দেশের স্বপ্ন দেখছি, তার সঙ্গে যাতে সামঞ্জস্য হয়।’ 
 
রেলপথ মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি গ্রহণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে যেহেতু হয়েছে, তাই রেল মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা অথরিটি না।’ 

নূরুল ইসলাম সুজন বলেন, ‘পিপিপির বিষয়ে একজন সচিবের নেতৃত্বে একটি অথরিটি আছে। সেখান থেকে অনুমোদন হয়ে সিআরবিতে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। তারপরও এটি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী হবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইনের কাজ শেষ হলে, চট্টগ্রামের জন্য আরও ট্রেন দেওয়া হবে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এখনই ট্রেন দেওয়া যাচ্ছে না।’

কালুরঘাট সেতুর উচ্চতার বিষয়টি ঠিক রেখে কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই সেতুর কাজ হবে। সেতুটি ডাবল লাইন হবে। গাড়িও চলবে, ট্রেনও চলবে বলে উল্লেখ করেন মন্ত্রী নূরুল ইসলাম।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলসচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি