হোম > জাতীয়

বন্যার আগাম তথ্য থাকার পরও ব্যবস্থা না নেওয়া নিয়ে সংসদে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বৃহত্তর সিলেট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। বন্যার আগাম তথ্য থাকার পরেও সতর্কতামূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে চেয়েছেন ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। 

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বাদশা। 

ফজলে হোসেন বাদশা বলেন, ‘আগেই তথ্য ছিল এবার ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেন আগেই এই এলাকার জনগণকে সতর্ক করতে পারিনি। এ দায় কার, এখানে অবহেলা কার এটা জানা দরকার বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি নেই জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, ‘আশ্রয় কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। সড়ক রেল আকাশপথ বন্ধ। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এমনটি কেন হলো তা সকলের জানা প্রয়োজন। ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি হয়েছে, সে সঙ্গে এই এলাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। সুরমা–কুশিয়ারা নদী নাব্যতা হারিয়েছে। সব নদী নাব্যতা হারাচ্ছে।’ শুধু সরকারের ওপর সব ছেড়ে না দিয়ে সবাইকে সিলেটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির এই এমপি। 

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় প্রতিবছরই দেশে বন্যা হয়। এটার উৎস কোথায়? হঠাৎ কেন এত পানি এসে সব ভাসিয়ে নিয়ে যায়। এটা নিয়ে একটি কমিটি করে আলোচনা করে প্রতিকার দরকার।’

 ‘বিরোধীরা প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনা করছে, কিন্তু তাঁরা ছায়া বাজেট উপস্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ দেখিয়েছে কীভাবে সফলভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়’—বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে তাহলে তাদের কোনো পরামর্শ থাকলে তাঁরা তা নির্বাচন কমিশনকে দেবে।’
 
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগকে মুনাফেকের দল বলেছেন। মুনাফেক আর গাদ্দার সমার্থক শব্দ। ১৯৭১ সালে রুমিনের পিতা অলি আহাদ যুদ্ধে যাননি, তিনি বিরোধিতা করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি নাজাত দিবস পালন করেছিলেন। সে রক্ত থেকে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এমন স্লোগান আসবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান আরও বলেন বলেন, ‘তাঁরা হত্যাকাণ্ড ঘটাতে চায়। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
 
আওয়ামী লীগের নারী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন,‘ছাত্রদল স্লোগান দিচ্ছে ৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বিএনপি তাদের কিছু বলছে না। তাঁরা সমর্থন দিয়ে যাচ্ছে। তবে তাদের সে হাতিয়ার হাত পর্যন্ত আসবে না।’

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন