কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তাঁর দায়িত্বভার গ্রহণের জন্য ঢাকায় পৌঁছেছেন। আজ রোববার তিনি ঢাকায় এসে পৌঁছান।
ঢাকায় পৌঁছে সারাহ কুক বলেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরতে পেরে তিনি আনন্দিত। তিনি রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সারাহ কুক ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে তিনি কাজ করে যাবেন বলে জানান। সারাহ কুক ২০০৫ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন।