হোম > জাতীয়

পররাষ্ট্র বিষয়ে বঙ্গবন্ধুর উক্তি জাতিসংঘ দলিলে সন্নিবেশিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’—জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক দলিলে সন্নিবেশিত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বঙ্গবন্ধুর এই উক্তি জাতিসংঘের দলিলে সন্নিবেশিত হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্তিটি ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস-২০২৩ শীর্ষক প্রস্তাবে সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুযায়ী, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’–বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি।

কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করে তুর্কমিনিস্তান। বাংলাদেশসহ মোট ৭০টি দেশের সমর্থনে উত্থাপিত এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব স্বীকার করে সংলাপ ও বোঝাপড়ার ভিত্তিতে রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতায় জোর দেওয়া হয়। 

উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেগুলোর ধারণামূলক ভিত্তি থেকে প্রস্তাবনাটি তৈরি করা হয়। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন