নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তুরস্কের সাংবিধানিক আদালতের সভাপতির আমন্ত্রণে গতকাল শনিবার ঢাকা ছাড়েন তিনি।
আজ রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন রাষ্ট্রপতি।