হোম > জাতীয়

সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না: ইসি আনিসুর রহমান

ফেনী প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান বলেছেন, ‘এবার সুষ্ঠু ভোট না হলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে না। বহির্বিশ্ব আমাদের দিকে ভালো ভোটের জন্য তাকিয়ে আছে। তাই আমরা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন করে দেব। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

ইসি আনিসুর রহমান আরও বলেন, ‘আমরা নিজেরা ভোট ভালো হয়েছে বললে চলবে না, তাদের বলতে হবে, আমাদের দেশে একটি ভালো ভোট হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে। তারা আসা মাত্র আমরা তাদের ভিসার ব্যবস্থা করে দেব। এ ছাড়া দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবে।’

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়