হোম > জাতীয়

মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে দয়াল ভরসা মৎস্য বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহের মতবিনিময় সভায় বক্তব্য দেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

‘যারা সত্যিকারের মৎস্যজীবী, তারা আইন ভঙ্গ করে না’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘যারা সত্যিকারের মৎস্যজীবী তারা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না। জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা। যারা দাদন দিয়ে ব্যবসা করে, জেলেদের আটক করে রাখে; তারাই মূলত দুষ্ট ব্যবসায়ী।’

আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে দয়াল ভরসা মৎস্য বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করে যেতে চায়। যেখানে মানুষ বৈষম্যের শিকার, অবিচারের শিকার, যেখানে মানুষ কষ্টে আছে সেখানেই বর্তমান সরকার মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে।

দেশের জন্য মাছের আড়তদারদের অবদানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, যাত্রাবাড়ীতে একটি কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে এবং যেখানে আলাদা আলাদা করে থাকবে সবকিছু। তিনি আরও বলেন, কমপ্লেক্স নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় যাত্রাবাড়ীতে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বাজারে আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা দূর করা হবে। তবে দয়া করে মাছের দাম অহেতুক বাড়াবেন না। অনেকেই জাটকাকে ইলিশ মনে করে; আবার যারা হিমায়িত ইলিশ সরবরাহ করছে, তারা মানুষকে ভুল বার্তা দিচ্ছে। কারণ, পয়লা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এ সময় কোনো ইলিশ সরবরাহ করা হবে না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘জুনের পর ইলিশ যেন ক্রয়সীমার মধ্যে থাকতে পারে, সে লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি আড়তদারদের উদ্দেশে বলেন, ‘প্রতিজ্ঞা করেন জাটকা ধরবেন না, আর জুনের পর ইলিশের দাম অহেতুক বাড়াবেন না।’

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম, উপপরিচালক সাজদার হোসেন, ঢাকা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের পক্ষে মো. ফেরদৌস, দয়াল ভরসা মৎস্য আড়তের সভাপতি দিব্যেন্দু রায় ভুলু বাবু, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’