হোম > জাতীয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করে দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ মঙ্গলবার শুনানির সময় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে মঙ্গলবার শুনানি শেষে উপস্থিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যানের কাছে পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, আইনজীবী নিয়োগ আদালতের বিষয়, প্রসিকিউশনের নয়। তবে অবশ্যই এ ক্ষেত্রে মানদণ্ড থাকতে হবে। রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে; যাতে তিনি ট্রাইব্যুনালের সামনে যথাযথভাবে আসামির প্রতিনিধিত্ব করেন।

এ ছাড়া জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলামও বলেন, পলাতকদের পক্ষে আইনজীবী ঠিক করেন আদালত। এটি প্রসিকিউশনের কোনো বিষয় নয়।

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উত্তেজনা, ‘অসৎ উদ্দেশ্য’ বলল চীন

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন