হোম > জাতীয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করে দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ মঙ্গলবার শুনানির সময় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে মঙ্গলবার শুনানি শেষে উপস্থিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যানের কাছে পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, আইনজীবী নিয়োগ আদালতের বিষয়, প্রসিকিউশনের নয়। তবে অবশ্যই এ ক্ষেত্রে মানদণ্ড থাকতে হবে। রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে; যাতে তিনি ট্রাইব্যুনালের সামনে যথাযথভাবে আসামির প্রতিনিধিত্ব করেন।

এ ছাড়া জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলামও বলেন, পলাতকদের পক্ষে আইনজীবী ঠিক করেন আদালত। এটি প্রসিকিউশনের কোনো বিষয় নয়।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন