হোম > জাতীয়

চাহিদার চেয়ে বেশি চিনি ও ভোজ্যতেল মজুত আছে: বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চাহিদার চেয়ে বেশি পরিমাণে চিনি ও ভোজ্যতেলের মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। আজ ব্যবসায়ী ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি পণ্য মজুত আছে। স্থানীয়ভাবে কেউ যাতে মজুতকারী বা অতিরিক্ত মুনাফা করতে না পারে সে ব্যাপারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে। কোথাও অস্বাভাবিক মজুত কিংবা অস্বাভাবিক দামে এসব পণ্য বিক্রি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

বাণিজ্যসচিব আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। এরপরেও বিষয়টা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। কেউ অন্যায়ভাবে অস্বাভাবিক মজুত গড়ে তুললে কিংবা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষ করে কোভিডকালীন সময়ে মানুষের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে ব্যবসায়ীদের সমন্বয়ে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সভা ডাকা হয়েছে। ভোজ্যতেলের ও চিনির দাম বৃদ্ধির বিষয়ে সচিব বলেন বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এ ব্যাপারে কঠোর মনিটর করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে দেশে দাম বেড়ে যাওয়া বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন বিষয়টি কঠোরভাবে মনিটর করা হচ্ছে। আমদানিকারকেরা বলছেন এ বিষয়টি তাৎক্ষণিকভাবে বানানো হবে না। 

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যারিফ কমিশন, বাংলাদেশ ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মিল মালিক পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক