হোম > জাতীয়

হজ কাফেলার নামে প্রতারণা, সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়

হজে পাঠানোর নামে সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণা করছে শক্তিশালী একটি প্রতারক চক্র। নিজেদের কোনো বৈধ হজ এজেন্সি না থাকলেও তারা বিভিন্ন কাফেলা বা গ্রুপ তৈরি করে নিরীহ মুসল্লিদের কাছ থেকে অর্থ আদায় করছে। প্রতারণার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরেও এসেছে। এ জন্য হজে যেতে লাইসেন্সবিহীন কোনো এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আজ রোববার লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/কাফেলা নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। 

এতে বলা হয়, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই এমন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে (www.hajj.gov.bd) নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদন করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম/কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি এ রূপ ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়