সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি দুই বছর ধরে বন্ধ আছে। গত বছরের অক্টোবর থেকে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা হয়নি। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন অনেক শিক্ষক। আগামী মার্চ থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারিতে হবে না, মার্চে শুরু করব।’
করোনা মহামারিসহ বিভিন্ন কারণে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া পিছিয়ে গেছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।