হোম > জাতীয়

যুব মহাসমাবেশের মঞ্চে শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে মঞ্চে ওঠার পর তিনি সংগঠনের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেন।

যুব মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ সমাবেশস্থলের আশপাশের সড়কসহ এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আর শেখ হাসিনার জয়গান সংবলিত ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগান করে স্লোগানে মুখর রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক সমাবেশে উপস্থিত আছেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াসহ যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

সংগঠনটির নেতা-কর্মীরা জনকল্যাণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটিকে নেতৃত্ব নির্বাচনের জন্য নির্ভর করতে হচ্ছে মূল দল আওয়ামী লীগের ওপর। বিভিন্ন সাংগঠনিক জেলায় সম্মেলনও হচ্ছে নেতৃত্ব নির্বাচন ছাড়াই। 

আরো পড়ুন: 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন