ঢাকা: ঈদের ছুট শেষে এখনও পর্যন্ত পৌনে এক কোটি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রী লিখেছেন, 'গত ১৫ মে থেকে ২২ মে (৮ দিন) পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। ঈদের ছুটির পর এখনও ফিরতে বাকি আছে প্রায় ৩০ লাখ। তারা বাড়ি থেকে কী নিয়ে ফিরছেন আস্তে আস্তে সব জানা যাবে। ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী। তাদের বড় অংশই ফিরেছে। অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’
মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরইমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলালিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ জন ব্যবহারকারী রয়েছেন।
ব্যবহারকারীরা সবাই নির্দিষ্ট সিম এর ভোক্তা বলে জানা গেছে। একাধিক সিম ব্যবহারকারীকে একটি সিমের ব্যবহারকারী হিসেবে সংখ্যা ধরা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তারা এই হিসাবের অন্তর্ভুক্ত হননি। সে অনুযায়ী ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বেশি।