হোম > জাতীয়

কার্যকর গণতন্ত্রের জন্য চাই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ: ড. তোফায়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের আয়োজনে ‘রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন ড. তোফায়েল।

এ জন্য রাজনৈতিক দলগুলোকে দ্রুত সাংবিধানিক সংস্কারের আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত, ইউরোপের সুইডেনসহ বিভিন্ন দেশে এ ধরনের সংসদ চালু রয়েছে। বাংলাদেশে এই পদ্ধতি চালু হলে তৃণমূল থেকে জনগণের মতামত ও অংশগ্রহণ বেশি করে প্রতিফলিত হবে।’

ভোটের হারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমানুপাতিক হারে সংসদের আসন বণ্টনেরও পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। সেই সঙ্গে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সে জন্য পোস্টাল ভোট চালু ও সংসদীয় পদ্ধতির স্থানীয় সরকার চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এক কোটি প্রবাসী যাতে ভোট দিতে পারেন, সেজন্য জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট চালুর পরামর্শ দিয়ে ড. তোফায়েল বলেন, ‘যারা নিজ নির্বাচনী এলাকার বাইরে যারা থাকেন, পোস্টাল ভোটের মাধ্যমেই তাঁদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। সুতরাং পোস্টাল ভোট চালু এখন সময়ের দাবি।’

পাশাপাশি সংসদীয় পদ্ধতির স্থানীয় সরকার চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন ড. তোফায়েল। 

নজরুল গবেষক অধ্যাপক শহীদ মনজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপোর্টার্স ফোরামের সমন্বয়ক শাহানা হক, নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসীসহ অন্যরা। 

এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের জোরালো দাবি জানান বক্তারা। 

অনুষ্ঠানে প্রবীণ দিবস উপলক্ষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ