গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন। মঙ্গলবার অবধি এক সপ্তাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৪ জনে। যা আগের এক সপ্তাহের তুলনায় ৯ শতাংশ বেশি। এদিকে গত তিন দিন ধরে সংক্রমণের হার কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলাম।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত রোগীদের মধ্যে ৪০ থেকে ৭০ বছরের রোগীর সংখ্যা বেশি। এর মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ৬৬ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী রোগী মৃত্যুর সংখ্যা ২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৯২ জনেরই মৃত্যু ঘটেছে ঢাকায়।
চলতি মাসের শুরু থকে ১০ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে গত তিন দিনে (৮–১০ আগস্ট) শনাক্তের হার কিছুটা কমেছে।
এদিকে শনাক্তের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখনো পর্যন্ত ঢাকা বিভাগে শনাক্ত চার লাখ ৬৭ হাজার ১৩ জন। এরপর চট্টগ্রামে ৮৮ হাজার ৪৩২ জন। আর কুমিল্লায় ৩২ হাজার ৯৮৩ জন।
গত এক সপ্তাহে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ১২ হাজার ৮৮৭ টি। যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ কম।