ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে চলমান লকডাউন আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এসময় আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন অর্ধেক যাত্রী নিয় চলাচল করতে পারবে।
আজ রোববার ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বা মানুষের চলাচলে বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সব ধরনের গণপরিবহন বলতে বাস, ট্রেন ও লঞ্চকে বোঝানো হয়েছে। এখন থেকে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে এসব যানবাহন চলাচল করতে পারবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। নতুন করে আরও সাত দিন লকডাউন বাড়াল সরকার।