হোম > জাতীয়

আবিদ হত্যা মামলায় খালাস ছাত্রলীগের ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে ১৪ বছর আগে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ বাদীপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ, মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারি।

আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ছাত্রদল কর্মী আবিদকে তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেছিল কলেজের হোস্টেলের মধ্যে। ওই ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা করেন আবিদের মামা। তবে প্রভাব খাটিয়ে ১০ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ২০১৯ সালে ১২ জনকেও খালাস দিয়ে দেওয়া হয়। বাদীকে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি। এমনকি বাদীকে চারটি রাজনৈতিক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট রুল দিয়েছেন এবং আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। রুলে বিচারিক আদালতের দেওয়া রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

শিশির মনির বলেন, রুল যথাযথ হলে আসামিদের বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হবে।

নিহতের বড় ভাই লুৎফর রহমান বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

আত্মসমর্পণের নির্দেশ পাওয়া ১২ জন হলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহসাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহাফুজুর রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারী, দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান।

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল