হোম > জাতীয়

সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রীপর্যায়ের বৈঠক ১২-১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠক ১২ ও ১৩ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এই সভায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ ভুক্ত দেশ। বৈঠকে এ সব দেশের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআই, সিআইএমএমওয়াইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দেবেন বলে জানান কৃষিমন্ত্রী। 

মন্ত্রী জানান, এবারের সভার আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা: ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন’। এর বাইরে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ কোটি ৮ লাখ টন বোরো উৎপাদন হয়। এবার ৩ কোটি ৮৬ লাখ টন চাল, ১২ লাখ টন গম, ৫৭ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬ লাখ টন আলু, ১ কোটি ৯৭ লাখ টন শাকসবজি, ১২ লাখ টন তেল উৎপাদনকারী ফসল, ৩৩ লাখ টন পেঁয়াজ এবং ৯ লাখ টন ডাল উৎপাদন হয়েছে। 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন