হোম > জাতীয়

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন কবে থেকে চলবে তার সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল হলো সরকারি পরিবহন সংস্থা। স্বাস্থ্যবিধি মানার সরকারের যে ঘোষণা, তা মানতে আমরা বাধ্য। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কার্যকর করতে হবে। কিন্তু আমরা ট্রেনের পাঁচ দিন আগের টিকিট বিক্রি করি। টিকিট বিক্রির সঙ্গে সবকিছু জড়িত। সুতরাং সংশ্লিষ্ট সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কার্যকর হবে। তবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।’

আজ মঙ্গলবার রেলভবনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অংশীদারত্বের ভিত্তিতে শপিং মলসহ হোটেল-কাম-গেস্ট হাউস নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিব জানান রেলমন্ত্রী। 

রেলমন্ত্রী বলেন, এর আগেও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচল করেছে এবং তা সফলতার সঙ্গে করেছে। নিজ নিজ সংস্থা সবকিছু ম্যানেজ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। কারণ ট্রেনের কত দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন আগামী ১৩ তারিখ থেকে কার্যকর করা সম্ভব হবে কি না, সে বিষয়ে আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। 

এদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজসহ আরো অনেকেই।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর