হোম > জাতীয়

আমি পরিস্থিতির শিকার ছিলাম: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখান থেকে এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুলেছেন তিনি। মাহি বলেছেন, তিনি ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন।

নিজের ফেসবুক পেজে ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। সে জন্য তেমন ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। ইবাদত ঠিকমতো করতে চাই। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমি সেদিনও বেশ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি জানি, আর আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আমি নিজের কাছে তো ছোট হয়েছিই, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’ 

মাহি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’

সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মাহি বলেন, ‘এই বিষয় নিয়ে কথা বলার মানসিকতা আমার আসলে এখন নেই। যার কারণে আমি সাংবাদিক ভাইদের ফোন কল রিসিভ করছি না। আপনারা আমার হয়ে, আমার জায়গা থেকে চিন্তা করবেন।’

এরপর মাহি সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়ে ভিডিও বার্তা শেষ করে বলেন, ‘আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক