হোম > জাতীয়

আমি পরিস্থিতির শিকার ছিলাম: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখান থেকে এক ভিডিও বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুলেছেন তিনি। মাহি বলেছেন, তিনি ওই সময় পরিস্থিতির শিকার হয়েছিলেন।

নিজের ফেসবুক পেজে ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। সে জন্য তেমন ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। ইবাদত ঠিকমতো করতে চাই। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমি সেদিনও বেশ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে তা শুধু আমি জানি, আর আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আমি নিজের কাছে তো ছোট হয়েছিই, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’ 

মাহি বলেন, ‘সেদিন সেই ভাষার কোনো প্রতিউত্তর দেওয়ার ভাষা আমার ছিল না। আমি সে জন্য প্রতিবাদ করিনি। আমি চুপ করে পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’

সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মাহি বলেন, ‘এই বিষয় নিয়ে কথা বলার মানসিকতা আমার আসলে এখন নেই। যার কারণে আমি সাংবাদিক ভাইদের ফোন কল রিসিভ করছি না। আপনারা আমার হয়ে, আমার জায়গা থেকে চিন্তা করবেন।’

এরপর মাহি সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়ে ভিডিও বার্তা শেষ করে বলেন, ‘আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়