হোম > জাতীয়

এ বছর ৪১ বাংলাদেশি হাজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

চলতি বছর হজে গিয়ে গত শুক্রবার পর্যন্ত ৪১ জন বাংলাদেশ হাজির মৃত্যু হয়েছে। আর সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন হাজি। চলতি বছর হজে গিয়ে চিকিৎসা নিয়েছেন ৩১০ জন হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর হজে সর্বমোট ৪১ জন হাজির মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১১ জন। মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২৬ জন, জেদ্দায় ১২, মিনায় দুইজন আরাফায় একজন। সৌদি আরবের হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত সর্বমোট ১৬ জন হজযাত্রী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ১২ জন, মদিনায় তিনজন এবং জেদ্দায় একজন। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছেন সর্বমোট ৩১০ জন।

ধর্ম মন্ত্রলণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোট হাজিদের মধ্যে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার সাতজন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ৭৪১ জন। চলতি বছর সরকারী মাধ্যমে হজে গিয়েছিলেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন কোঠা ছিল।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ