হোম > জাতীয়

রিমান্ড শেষে সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার মোহাম্মদপুরে মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আট দিনের রিমান্ড শেষে আবদুল্লাহ আল–মামুনকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও চারটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথক আবেদনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এসব আবেদন আদালত মঞ্জুর করেন।

যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হচ্ছে খিলগাঁও থানায় দায়ের করা মিজানুর রহমান হত্যা মামলা, একই থানায় দায়ের করা ১৪ বছরের কিশোর আশিকুল ইসলাম হত্যা মামলা ও ভাটারা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া ভাটারা থানায় দায়ের করা আরও একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন আসামি আবদুল্লাহ আল–মামুন এসব হত্যাকাণ্ডে জড়িত বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

৪ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার মুদিদোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আবদুল্লাহ আল–মামুন সেনা হেফাজতে ছিলেন। সেখান থেকে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের