হোম > জাতীয়

ড. ইউনূসের শক্তি দইয়ে ভেজাল: হাইকোর্টে মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেলজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ সোমবার মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘শক্তি দই’-এ ভেজাল ধরা পড়ার অভিযোগে ওই মামলা করা হয়। তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯-এর ৬(১) ধারা অনুযায়ী উৎপাদক প্রতিষ্ঠান গ্রামীণ ডানোনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। ওই মামলায় আরও দুজনকে আসামি করা হয়। তাঁরা হলেন শক্তি দইয়ের পরিবেশক আবুল কাশেম ও সরবরাহকারী মো. তুষার।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও আইনজীবী মহসীন আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আইনজীবী তানিম হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলা বাতিলে ২০১১ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল শুনানিতে সিটি করপোরেশন বলেছে, মামলা করার জন্য ভুল মানদণ্ডের ভিত্তিতে তারা রিপোর্ট দিয়েছিল। এখন তারা ভুল স্বীকার করেছে। হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির