হোম > জাতীয়

ড. ইউনূসের শক্তি দইয়ে ভেজাল: হাইকোর্টে মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেলজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ সোমবার মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘শক্তি দই’-এ ভেজাল ধরা পড়ার অভিযোগে ওই মামলা করা হয়। তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯-এর ৬(১) ধারা অনুযায়ী উৎপাদক প্রতিষ্ঠান গ্রামীণ ডানোনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। ওই মামলায় আরও দুজনকে আসামি করা হয়। তাঁরা হলেন শক্তি দইয়ের পরিবেশক আবুল কাশেম ও সরবরাহকারী মো. তুষার।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও আইনজীবী মহসীন আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আইনজীবী তানিম হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলা বাতিলে ২০১১ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল শুনানিতে সিটি করপোরেশন বলেছে, মামলা করার জন্য ভুল মানদণ্ডের ভিত্তিতে তারা রিপোর্ট দিয়েছিল। এখন তারা ভুল স্বীকার করেছে। হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।’

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ