হোম > জাতীয়

ড. ইউনূসের শক্তি দইয়ে ভেজাল: হাইকোর্টে মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেলজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ সোমবার মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘শক্তি দই’-এ ভেজাল ধরা পড়ার অভিযোগে ওই মামলা করা হয়। তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯-এর ৬(১) ধারা অনুযায়ী উৎপাদক প্রতিষ্ঠান গ্রামীণ ডানোনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। ওই মামলায় আরও দুজনকে আসামি করা হয়। তাঁরা হলেন শক্তি দইয়ের পরিবেশক আবুল কাশেম ও সরবরাহকারী মো. তুষার।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও আইনজীবী মহসীন আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

আইনজীবী তানিম হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলা বাতিলে ২০১১ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুল শুনানিতে সিটি করপোরেশন বলেছে, মামলা করার জন্য ভুল মানদণ্ডের ভিত্তিতে তারা রিপোর্ট দিয়েছিল। এখন তারা ভুল স্বীকার করেছে। হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।’

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক