হোম > জাতীয়

প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করল সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার রাতে তাদের ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

তবে একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামগুলো আপলোডের প্রক্রিয়া চলছে। এই ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করা হবে বলে আগের ঘোষণা থাকায় সাইটে অনেক হিট হচ্ছে।’

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গত ৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবস অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে প্রথম বৈঠকের পর সিইসি ও ইসি পদে নাম প্রস্তাব করতে গণবিজ্ঞপ্তি জারি করে। সার্চ কমিটির দ্বিতীয় সভার পর রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম আহ্বান করে।

গত শনি ও রোববার আইনজীবী, শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও অধিকারকর্মীদের সঙ্গে তিন সেশনে বৈঠক করে সার্চ কমিটি। আগামীকাল মঙ্গলবার আটজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। কবে নতুন কমিশন গঠন হতে পারে, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকের পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে। কমিশন ফাঁকা থাকলেও আইনি কোনো জটিলতা নেই।

সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৫৪ জন এবং ই-মেইলে ৯৯ জনসহ ৩২৯ জনের নাম পেয়েছে। তবে কোনো কোনো নাম একাধিকবার থাকতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।

ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের পূর্ণাঙ্গ তালিকা:

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর