হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’-এর গতি ফিরিয়ে আনার দাবি করেছে ন‍্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি আদায়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবি জানায়। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব খ ম আমীর আলী বলেন, ‘বিগত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই।’ 

খ ম আমীর আলী আরও বলেন, ‘১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা সেই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্বর ফেরত দেওয়ার বিনীত নিবেদন করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোছাম্মৎ রুবিনা খান, বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন