হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’-এর গতি ফিরিয়ে আনার দাবি করেছে ন‍্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি আদায়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবি জানায়। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব খ ম আমীর আলী বলেন, ‘বিগত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই।’ 

খ ম আমীর আলী আরও বলেন, ‘১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা সেই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্বর ফেরত দেওয়ার বিনীত নিবেদন করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোছাম্মৎ রুবিনা খান, বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির