হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’-এর গতি ফিরিয়ে আনার দাবি করেছে ন‍্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি আদায়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবি জানায়। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব খ ম আমীর আলী বলেন, ‘বিগত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই।’ 

খ ম আমীর আলী আরও বলেন, ‘১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা সেই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্বর ফেরত দেওয়ার বিনীত নিবেদন করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোছাম্মৎ রুবিনা খান, বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়